Saturday, April 25, 2015

ওয়েব সাইট হ্যাকিং বেসিক ৩: ডিফেস পেজ কি? এটা কিভাবে বানানো যায়?

ডিফেস কি? 
ডিফেস এর অনেক মানে আছে তবে ওয়েব হ্যাকিং এ ডিফেস বলতে বোঝায় সাইট এ এডমিন অথবা অন্য কারো জন্য কোনো ভাবে ম্যাসেজ রেখে আসা অথবা সাইট এর ক্ষতি সাধন এর চিহ্ন রেখে আসা। মূলত সাইটের কোনো কনটেন্টের পরিবর্তন কিনবা কোনো কনটেন্টের পরিবর্তে নিজের কোনো কনটেন্ট দেখানো মাধ্যমে করা হয় । এ ব্যাপারে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে ...

প্রথমে সাইটটি দেখুন :

অথবা

ছবি তে দেখুন  পেজটা কেমন :



এটা একটা ডিফেস পেজ । এখানে সাইট টা হ্যাক করে তার পর html এর একটি পেজ আপলোড করার মাধ্যমে ডিফেস দেওয়া হয়েছে । তো আজ আমরা এই ডিফেস পেজ বানানো শিখবো, কারন এটা ই সবচাইতে জরুরী, এবং সাইটের এডমিন প্যানেলে এক্সেস নেবার পর এটা কাজে লাগে নিজের ম্যাসেজ কে তুলে ধরতে সবার সামনে । যাই হোক, ডিফেস পেজ হয় সাধারনত একটি html এর পেজ, তবে php তে অথবা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও এটা বানানো যায় । ডিফেস পেজ বানানোর অনেক সফটওয়্যার আছে যার সাহায্যে খুব কম সময়ে চমকার ডিফেস পেজ বানানো সম্ভব তাও কোনো রকম হালকা পাতলা জ্ঞান থাকলে । যাই হোক আজকে manually একটা ডিফেস পেজ বানাবো ।

যা জানতে হবে:
১. HTML এ কোডিং করা । 

প্রথমে নিচের লিংক থেকে


কোড গুলো কপি করে নোটপ্যাড ওপেন করে 1.html নামে সেভ করুন এবং notepad এ তা ওপেন করুন । নিচে আমার পুরাতন একটি পেজ এডিট করার কিছু উদাহরন দেখালাম ।


ছবি ডাউনলোড করে বড় করে নিবেন :D






পেস্টবিনের স্যাম্পল কোড এর লেখা গুলোকে ইচ্ছা মতন পরিবর্তন করুন । একটি একটি অংশ পরিবর্তন করবেন আর firefox তার preview দেখবেন ।
আর কমেন্ট করে ভালা লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না কারন আপনারা না জানালে আমি বুঝতে পারবো না । আর দয়া করে ফেইসবুকে ম্যাসেজ দিবেন না আপনাদের যা সমস্যা এখানে বলবেন । 


 ধন্যবাদ :D
Admin